Iron Man Movie Explain (আয়রন ম্যান 01)
যে সময়টাতে সুপার ম্যান, ব্যাটম্যান, স্পাইডার-ম্যান এর মতো সুপার হিরো বিখ্যাত ছিলেন, সেই সময়ে এমন এক সুপার হিরোর মুভি আসে যাকে কেউ ঠিকভাবে জানতো না। আর এই বর্তমান সময়টাতে সবাই এই সুপার হিরোর অনুসরণকারী বা ফ্যান। সকল সুপার হিরো ফ্যানরা এই মুভির মূল ক্যারেক্টারকে খুব ভালো করে চিনে। এম সি ইউ অর্থাৎ মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সর্বপ্রথম মুভিটিই হলো আয়রন ম্যান মুভি। আয়রন ম্যান মুভিটি ২০০৮ সালে মুক্তি পায়।